স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার প্রত্যয়ে জাতীয় পার্টির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে।
গতকাল ৩০ সেপ্টেম্বর শনিবার বিকেলে একটি রিসোর্টে হাজারো জনসাধারণের উপস্থিতিতে উন্নয়ন ও সমৃদ্ধির পথে সম্ভাবনাময় সোনারগাঁয়ের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার প্রত্যয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, অতিরিক্ত মহাসচিব (ঢাকা বিভাগ) ও মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকার সাথে জাতীয় পার্টির সংগ্রামী সহযোদ্ধাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা
বিভাগের অতিরিক্ত মহাসচিব নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা বলেন, আগামী নির্বাচন হবে বাংলার মাটিতেই, সংবিধান মেনেই আগামী নির্বাচন হবে, তবে জামায়াত, বিএনপি স্বাধীনতার বিপক্ষের কোন শক্তিই ষড়যন্ত্র করে নির্বাচন
রুখতে পারবে না। সংবিধান মেনেই নির্বাচন হবে এবং
কোন তত্ত্বাবধায়ক সরকার বাংলার মাটিতে স্থান পাবে না। তাই আমি বলতে চাই কে কি মনে করলো আমার কোন যায় আসেনা। স্বাধীনতার পক্ষের শক্তি আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীকে জয়যুক্ত করবে এবং নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই জয়যুক্ত হবে ইনশাআল্লাহ।
তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলে এদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশে অসংখ্য রাস্তা-ঘাট,ব্রিজ, মহাসড়ক, ঢাকা শহর রক্ষা বাঁধ, নারায়ণগঞ্জ শহর রক্ষা বাঁধ, ঢাকায় রোকেয়া স্মরণী, পান্থপথ রাস্তা নির্মাণ করাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হয়েছে। কিন্তু বিএনপি ক্ষমতা থাকাকালীন সময়ে মামলা হামলার স্বীকার হয়েছি ও জেল খেটেছি।
আমি আশা করি মহাজোট নির্বাচন হলে আগামীতে নির্বাচনে সোনারগাঁওয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নমিনেশন দিবেন এবং সেই নমিনেশনে জনগণের ব্যাপক ভোটে আমি বিজয় হবো ইনশাল্লাহ।
মতবিনিময় সভায় সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও শম্ভুপুরা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা পার্টির সভাপতি মিসেস ডালিয়া লিয়াকত। কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সহ সভাপতি আলহাজ্ব এম এ জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়। এসময় আরোও উপস্থিত ছিলেন,পিরোজপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল হক ভুইয়া, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নু।সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা পার্টির আহবায়ক নাছিমা আক্তার পলি, সদস্য সচিব নার্গিস আক্তার, যুগ্ম আহবায়ক নাসরিন আক্তার পান্না,সোনারগাঁ উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক কাজী
নাজমুল ইসলাম লিটু, পৌর জাতীয় পার্টি নেতা ওমর ফারুক টিটু, হাসান ইমাম, মো: মাইনুল ইসলাম মামুন, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও প্যানেল চেয়ারম্যান মোতালেব ভূইয়া,জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি হাজ্বী শ্যামল শিকদার, বারদী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি
আমিন মেম্বার,সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার,
বদিউজ্জামান বদু মেম্বার, বৈদ্যের বাজার ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সাবেক মেম্বার মোহাম্মদ আলী, শিল্পি মেম্বার, জরিনা মেম্বার, ময়না মেম্বারসহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।