1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

উলিপুরে প্রকাশ্যেই জুয়া, মন্তব্য নিতে গিয়েই ফাঁস হলো থানার অভ্যন্তরীণ তথ্য

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

 

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের বজরা বাজারে মহররম উপলক্ষে আয়োজিত মেলায় দিনদুপুরে প্রকাশ্যে চলছে জুয়া খেলা।

মেলাটি ২ দিন ব্যাপী চললেও উলিপুর থানা শুধু প্রথম দিনের মেলা চলার বিষয়টি অবগত ছিলেন। ২য় দিনের মেলার বিষয়ে কোন তথ্য জানেন না উলিপুর থানার দায়িত্বরত ডিউটি অফিসার ও ওসি তদন্ত।

১ম দিনের মতো ২ দিনও মেলায় হাজারো মানুষের ভিড় থাকলেও ২ দিন ব্যাপী চলা এই মেলায় আইনশৃঙ্খলা বাহিনীর ছিলো না কোন উপস্থিতি ফলে মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিয়েও উঠেছে প্রশ্ন।

৭ জুলাই (সোমবার ) মেলার ২য় দিন দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, মেলার মূল আয়োজনের পাশেই বসানো হয়েছে বিভিন্ন ধরনের জুয়ার আসর।
এতে এলাকার তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণির মানুষ জড়িয়ে পড়ছে নেশার মতো এই খেলায়।

জুয়া খেলার এই বিষয়ে মন্তব্য নেয়ার জন্য থানার দায়িত্বরত ডিউটি অফিসার ও অফিসার ইনচার্জ (তদন্ত)কে মুঠোফোনে বিষয়টি অবগত করা হয়। বিষয়টি অবগত করার পর পরই থানা থেকে বিষয়টি রাজনৈতিক নেতার কাছে নাম নাম্বার সহ প্রকাশ করা হয়।

এ বিষয়ে থানার দায়িত্বরত ডিউটি অফিসার জানান, বজরায় মেলা গতকাল হয়েছে। আজকে তো মেলা হওয়ার কথা না।

এ বিষয়ে থানার ওসি (তদন্ত) নন্দলাল চৌধুরী জানান, আজকের মেলার বিষয়ে জানি না। তবে এখনই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে এলাকাবাসী অভিযোগ করেছেন, প্রশাসনের উদাসীনতা ও নজরদারির অভাবে প্রতিবছরই মেলার আড়ালে চলে এমন জুয়া খেলা। এতে এলাকার যুবসমাজ বিপথে যাচ্ছে বলে দাবি তাদের।

স্থানীয় সচেতন মহল সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এই ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট