স্টাফ রিপোর্টার: শেখ শাহিদুল ইসলাম
কালিয়া উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহজাহান মিয়াকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ২ জুলাই, কালিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে কালিয়া অডিটরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
মোঃ শাহজাহান মিয়া ২০২১ সালে মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে নিয়োগ পান এবং টানা চার বছর কালিয়া উপজেলায় দায়িত্ব পালন করেন। তার সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার জন্য তিনি স্থানীয় শিক্ষক ও কর্মকর্তাদের কাছে প্রশংসা অর্জন করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার রাশেদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা মোঃ শাহজাহান মিয়ার সফল কর্মজীবন ও মানবিক গুণাবলির প্রশংসা করেন। এ সময় তাকে ক্রেস্ট ও স্মারক সম্মাননা প্রদান করা হয়। মোঃ শাহজাহান মিয়া তার বক্তব্যে কালিয়ার শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাচুড়ি পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম । শেষে উপস্থিত সকলের জন্য দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।