বুলবুল হাসান, সিনিয়র স্টাফ রিপোর্টার : পাবনার সাঁথিয়ার কাশিনাথপুরের ঢাকা মহা সড়কের রেললাইন সংলগ্ন আমতলা নামকস্থানে বেপরোয়া গতির বালুর ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক সাইকেল আরোহী ঘটনা স্থলে নিহতের ঘটনা ঘটেছে।
সোমবার ৭ জুলাই বেলা বারো ঘটিকার সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত জয়নাল ফকির (৫৮) সাঁথিয়া থানার ছাতক বরাটের লালিপাড়া গ্রামের কোরবান ফকিরের ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষ দর্শী জানান বেপরোয়া গতির বালুর ট্রাক চাপায় ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। এ সময় তিনি সাইকেল চালিয়ে আসছিলেন। অপরদিকে বেপরোয়া গতির বালুর ট্রাক চাপা দিয়ে দ্রুত ঘটনা স্থান ত্যাগ করে।
স্থানীয় বাসিন্দা মধু বলেন প্রায়ই জনবহুল এই কাশিনাথপুর এলাকায় দুর্ঘটনা ঘটেছে বেপরোয়া গতির বালুর ড্রাম ট্রাকের কারণে। অথচ এ ব্যপারে কেঊ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।
এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বিষয় টি তিনি অবগত। এ বিষয় টি হাইয়ে থানার আওতাধীন হওয়ায় হাইওয়ে থানার পুলিশ ঘটনা টি তদন্ত করবে।