মোঃ হাইউল উদ্দিন খান, গাজীপুর প্রতিনিধি
গাজীপুর কোনাবাড়ি এলাকায় ডোবায় গোসল করতে নেমে ২ শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। জানা যায় রোববার ( ৬ জুলাই) সকালে তারা ডোবায় গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে সকাল ১১ ঘটিকায় এলাকাবাসী ও পুলিশের সহায়তায় ডোবা থেকে ওই দুই শিশুর লাশ উদ্ধার হয়। তারা মহানগরের দেউলিয়াবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত বলে জানা যায় শিশু দুটি স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতরা হলেন, রংপুরের মিঠাপুকুর উপজেলার বড় মির্জাপুর এলাকার আকমাল হোসেনের ছেলে জুনায়েদ (১২) ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালতলা গ্রামের মো. শামীমের ছেলে আব্দুল মমিন (১২)। এ ব্যাপারে
কোনাবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) মোঃ রফিকুল ইসলাম জানান, পরিবারের আবেদনের ভিত্তিতে শিশু দুটির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।