1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

গোবিন্দগঞ্জে বাঙালি করতোয়া নদীর তীরে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১৩৭ বার পড়া হয়েছে

 

রেজুয়ান খান রিকন, গোবিন্দগঞ্জ প্রতিনিধি: আবহমান গ্রাম বাংলার নদ-নদীতে নৌকা বাইচ একটি এতিহ্যবাহী খেলা। এই নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের ধুন্দিয়া গ্রামে করতোয়া তীরে জনস্রোতে পরিনত হয়। হাজার হাজার নারী-পুরুর, যুবক-যুবতীসহ নানা বয়সের মানুষের পদচারনায় নদীর দুই পাড়ে কানায় কানায় ভরে যায়। এ সময় উৎসুক জনতার ভিড়ে পা ফেলানোর জায়গা ছিল না।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের ধুন্দিয়া নতুন বাজার যুব সমাজের উদ্যোগে নতুন বাজার সংলগ্ন মাঝির ঘাটে করতোয়া নদীতে দুই দিন ব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যক্ষ এ.কে.এম আব্দুর নুর।

হরিরামপুর ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম প্রধান বিপ্লবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে নাকাই ইউপি চেয়ারম্যান সাজু খন্দকার, রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুর রহমান চৌধুরী ডিউক, কচুয়া ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, গোবিন্দগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর যুগ্ন সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রাশু, কোষাধ্যক্ষ মো: নমির উদ্দিন, সদস্য প্রদীপ চন্দ্র পাল, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর কবির আলম, হরিরামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, হরিরামপুর ৭নং ওয়ার্ড ইউপি সদস্য ফিরোজ কবির মন্ডল, ৮নং ইউপি সদস্য হাবিজার রহমান ব্যাপারী, ৯নং ইউপি সদস্য আব্দুর রশিদ প্রধান, গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি মেডিকেল অফিসার ডাঃ মোঃ হারুনুর রশিদ ও গাইবান্ধা জজ কোর্টের আইনজীবী শাহাদত হোসেন তানিন উপস্থিত ছিলেন।

দুই দিন ব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন হরিরামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী সাজু ও বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন সরকার।

নৌকা বাইচ প্রতিযোগিতার প্রধান অতিথি অধ্যক্ষ এ.কে.এম আব্দুর নুর বলেন, গ্রামবাংলার ঐতিহ্যকে ধরে রাখতে এবং নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দিতে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামীতেও এই আয়োজনের ধারা অব্যাহত থাকবে।

নৌকা বাইচ প্রতিযোগিতায় গোবিন্দগঞ্জ উপজেলার ৬টি নৌকা বাইচ দল অংশ নিচ্ছে। সারা বছর পানি না থাকলেও বর্ষায় নদীতে পানির প্রবাহ বেশি থাকার কারণে এ সময় প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট