1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

পঞ্চগড়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আনিছুর রহমান

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৬ বার পড়া হয়েছে

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি :

 

পঞ্চগড় জেলা পর্যায়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন মো. আনিছুর রহমান। তিনি বোদা উপজেলার বড়ুয়াপাড়া (নতুনহাট) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ বাছাই কমিটির সভাপতি ও পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম মন্ডল স্বাক্ষরিত এ সংক্রান্ত পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় তিনি বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্য আরও একধাপ এগিয়ে গেলেন।

 

বড়ুয়াপাড়া (নতুনহাট) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২০ সালের ১০ আগষ্ট যোগ দেয়ার পর থেকেই প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান শিক্ষার মান নিশ্চিতকরণ এবং শিক্ষার ক্ষেত্রে বহুমুখী অবদান রেখে চলছেন। তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিদ্যালয়কে শিশু বান্ধব এবং সবার স্বপ্নের বিদ্যালয় হিসেবে গড়ে তুলতে সর্বদা কাজ করে যাচ্ছেন। এর আগে তিনি ২০১০ সালে উপজেলার জোত দেবীকান্ত সরকার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট