ইয়াছিন শরীফ অনিক,
স্টাফ রিপোর্টার: ফেনীর সোনাগাজীতে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হওয়ায় চরদরবেশ ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেনকে বহিষ্কার করেছে সংগঠনের উপজেলা কমিটি।
২৪সেপ্টেম্বর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক মোশাররফ মিয়া স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী সেচ্ছাসেবক লীগের গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় ফেনীর সোনাগাজী উপজেলা শাখার ৫নং চরদরবেশ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেনকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৩সেপ্টেম্বর এক কিশোরীকে রাতভর দলবদ্ধ গণধর্ষণের অভিযোগে ইমামের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। বর্তমানে ওই মামলায় ইমাম হোসেন গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।
এ ছাড়া ইমাম হোসেনর বিরুদ্ধে খাস জমি দখল, সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেয়ার কথা বলে গরিব ও দুস্থ্য পরিবারের কাছ থেকে টাকা নেয়াসহ বহু অভিযোগ উঠেছে।