সাখাওয়াত হোসেন (তুহিন)
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি :
মুরাদনগরে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) জন্মদিন উপলক্ষে জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী রেলী ও আলোচনা সভার আয়োজন করেছেন উত্তর ত্রিশে অবস্থিত কোম্পানীগঞ্জ আজিমিয়া এতিমখানা ও দরবার শরিফ। এ সময় নবী করিম (সঃ) এর জন্মদিনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন মাওলানা বশিরউল্লাহ পীর সাহেব, তিনি বলেন- ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ)-২০২৩ প্রচারে আজিমিয়া এতিমখানা ও দরবার শরীফ প্রতি বছরের নেয় একবার ও জশনে জুলুস উদযাপন করছি,ভবিষ্যতে যেন আরো জাঁকজমক ভাবে উদযাপন করতে পারি আপনাদের সকলের কাছে সহযোগিতা ও দোয়া কামনা করছি।
গোটা আরব যখন অন্ধকারে নিমজ্জিত ছিল। তারা আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত হয়েছিল। আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃঙ্খলা। এযুগকে বলা হয় আইয়ামে জাহেলিয়াত। তখন মানুষ হানাহানি ও কাটাকাটিতে লিপ্ত ছিল। এবং মূর্তি পূজা করত।
আরবের অসভ্য বর্বর জাতির মাঝে শান্তির বাহক হিসেবে ৫৭০ খ্রিস্টাব্দে মক্কা নগরীর কুরাইশ গোত্রের মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ) নবীজির এই জন্মদিনই হচ্ছে” পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ)। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯:৩০ ঘটিকায় রেলিটি আজিমিয়া এতিমখানা থেকে বের হয়ে কোম্পানীগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে এতিমখানা মাঠে এসে উপস্থিত হন।
এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা চেয়াম্যারন আহসানুল আলম কিশোর, নবীপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান হাজী জাকির হোসেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসোকুল ইসলাম মাসোক, সাজ্জদুল ইসলাম, হুমায়ুন কবির সরকার, আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল আওয়াল সরকার, হাজী মাহবুব আলম, মিজানুর রহমান, মাওলানা বিল্লাল হোসেন মুজাহীদি, প্রধান হাফেজ অত্র এতিমখানা শেখ অহিদুজ্জামান, চট্টগ্রাম থেকে আগত মাওলানা আলাউদ্দিন সাবেরি সাহেব প্রমুখ।