আঃ মান্নান (রূপসা প্রতিনিধি) : আজ ৬-ই জুলাই রবিবার বিকেলে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের কিসমত খুলনা জামে মসজিদ প্রাঙ্গনে ২৪ এর গনঅভ্যুত্থানে সকল শহীদদের স্মরণে প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দরিদ্র, অসহায়, দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারি নাজিমুদ্দিন শেখ, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাস্টার মোঃ ফজলুল হক। নৈহাটি ইউনিয়ন আমীর মুফতি মাওলানা মহিউদ্দীন শেখের সভাপতিত্বে ও সেক্রেটারি মাও: কারী মামুনুর রশীদের পরিচালনায় উপস্থিত ছিলেন মো: আজিজুল হক, মুজিবুর রহমান, আইয়ুব আলী, ছাত্র প্রতিনিধি ফাহাদ গাজী, মেহেদি হাসান, মিরাজুল ইসলাম, আবু বক্কর, রেজাউল কবির, আসলাম শেখ, রাহাত শেখ, মো: ওলিউল্লাহ, রফিকুল ইসলাম, মেহেদী, আবু জাফর, মো: তহিদুল ইসলাম প্রমুখ।