1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

শ্রীমঙ্গলে ভবনের সীমানায় দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

 

অন্তর মিয়া।
শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি।
আজ ৪ এ জুলাই( ২০২৫ ইং)শুক্রবার
মৌলভীবাজার এর শ্রীমঙ্গল উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের নবনির্মিত সীমানা প্রাচীর জোর পূর্বক হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৪ জুলাই) সরেজমিনে উপজেলার ৩ নং সদর ইউনিয়নের অন্তর্গত বিরাইমপুর এলাকায় গিয়ে দেখা যায় নতুন একটি আবাসিক ভবনের সীমানা প্রাচীরের বিভিন্ন অংশ ভেঙে ফেলা হয়েছে। দুপুরের দিকে একদল দুর্বৃত্ত সেখানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও নব নির্মিত সীমানা প্রচীর ভেঙে ফেলার অভিযোগ করেন ভুক্তভোগী ঠিকাদার ও ভবন মালিক। এই ঘটনায় গভীর শঙ্কা ও উদ্বেগ প্রকাশ করেন নির্মিত ভবনের মালিক। উক্ত ঘটনায় স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত বিচার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তিনি।

জানা গেছে, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিরাইমপুর (বাবলা স্কুলের পূর্বে ) অবস্থিত এই নতুন আবাসিক ভবনের সীমানা প্রাচীরের নির্মাণ কাজ চলাকালে আনুমানিক ২টার দিকে স্থানীয় মামুন মিয়ার নেতৃত্বে একদল অজ্ঞাত দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে নবনির্মিত প্রাচীরের বড় একটি অংশ (বাউন্ডারি) দেয়াল ভেঙে ফেলে। একই সাথে তারা নির্মাণাধীন ভবনের কিছু অংশ ও নির্মাণ সামগ্রীর ও ক্ষতিসাধন করে। ঘটনার সময় উপস্থিত ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন।

ভাঙচুরের ঘটনায় উক্ত বিল্ডিং ঠিকাদার মো. মাজহারুল মিয়া জানান, “আমরা পুরো বিল্ডিং কাজ কাজ করছিলাম এবং সীমানা প্রাচীরের কাজও শেষ হয়েছে। কিন্ত কেন বা কি উদ্দেশ্যে এই হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটানো হয়েছে চালিয়েছে তা আমরা বুঝতে পারছি না। এই ঘটনায় আমাদের বড় আর্থিক ক্ষতি হয়েছে, সেই সাথে আমাদের হুমকি দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “আমরা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছি এবং প্রশাসনের কাছে দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

এই ঘটনায় এলাকায় ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এমন হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

বাড়ির মালিক মোঃ শাহ আলমগীর জানান, আমার বাড়ির পূর্বে সীমানা প্রাচীর নির্মাণে মামুন মিয়া সহ আমরা উভয় পক্ষ উপস্থিত থেকে সীমানা নির্ধারণ করা হয়েছিলো। তখন আর কোন আপত্তি ছিল না, এখন আমি পুরাতন সীমানা প্রাচীরের উপরে আরও তিন ফুট উচ্চতা বাড়াতে গেলে মামুন মিয়া ও তার ভাই বাবলু মিয়া সহ লোকজন এসে আমার নতুন নির্মাণাধীন সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে। এতে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে মামুন মিয়াকে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, আমি গতকাল বৃহস্পতিবার বিল্ডিং শ্রমিক ও ঠিকাদারকে নিষেধ করেছি সীমানা প্রাচীরের কাজ করতে, কিন্ত তিনি কথা না শুনে কাজ চালিয়ে গেলে আমরা আপত্তি দিয়েছি।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানিয়েছেন, ঘটনা সম্পর্কে আমরা অবগত হয়েছি এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্ত শুরু হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট