নিরাপদ সবজি চাষ করে এলাকায় সফল সবজি চাষির খাতায় নাম লিখেছেন স্কুল ছাত্র মোঃ সাকিল হোসেন । সফলতা দেখে অনেকে সবজি চাষে আগ্রহ প্রকাশ করেছেন।
সাকিল বিষ্ণুপুর চকশৈল্যা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র
সরেজমিন ঘুরে জানান যায়, নিরাপদ শাক সবজি পেতে পারিবারিক পুষ্টি বাগানের বিকল্প নেই এমন চিন্তা থেকে জেলার মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল বিষ্ণুপুর গ্রামের মোঃ সাকিল ২ শতাংশ জমিতে গড়ে তুলেছেন পুষ্টি বাগান। সাকিল এর পুষ্টি বাগানে রয়েছে পুঁই, কলমি, ডাটা, কাটুয়া ডাটা, কচু, জগন্নাথ ও লাল শাক। এ ছাড়াও অন্যান্য ফসলের মধ্যে রয়েছে মরিচ, বেগুণ, শসা, করলা ।
বেস্টটিম অফিসিয়াল মানবিক ফাউন্ডেশন এর অনুপ্রেরণায় ওই পুষ্টি বাগান গড়ে তুলেছেন বলে জানান ।
একটুকরা জমিও যেন পতিত না থাকে সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে সরকার । বেস্টটিম এর দিক নির্দেশনায় বাড়ির আনাচে কানাচে পড়ে থাকা পতিত জমিতে নানা ধরনের শাক সবজি চাষে কৃষকদের উদ্বুদ্ধকরণ কাজ করছে বলে জানান উক্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি রবি আহমেদ, মাঠ পর্যায়ে দায়িত্ব উক্ত ফাউন্ডেশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাফিউল ইসলাম রকি সহায়তায় মোঃ সাকিল এর সবজি চাষে সফলতা দেখে অনেকেই এখন বাড়ির পাশের পতিত জমিতে সবজি চাষে আগ্রহ প্রকাশ করছেন।