মোঃ হাইউল উদ্দিন খান, গাজীপুর প্রতিনিধি
মহানগরের পূবাইল থানা পুলিশ কর্তৃক অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আজাহার ভক্ত ১ জন আসামীকে গ্রেফতার করেছে জিএমপি পুলিশ।
ঘটনার বিবরণে জানা যায় বাদী রফিক খান (৪৮),পিতা-মৃত জবেদ আলী খান, স্থায়ী ঠিকানা হিরন, থানা-কোটালীপাড়া, জেলা-গোপালগঞ্জ এ/পি সাং-৪২ নং ওয়ার্ডের করমতলা (আসমা বেগম এর বাসার ভাড়াটিয়া), থানা-পূবাইল, গাজীপুর মহানগর, ধর্ষিত কেয়া আক্তার (১৫) বাসায় থাকিয়া সাংসারিক কাজ কর্ম করে পাশাপাশি করমতলা মিজি এক্সসরিজ ফ্যাক্টরীতে চাকুরী করে। উক্ত ফ্যাক্টরীতে চাকুরী করার সুবাদে আসামী ১ মোঃ রাব্বি (২২), পিতা-আবু তাহের,সাং-গোয়ালন্দ, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী এ/পি সাং-কুদাব (কড়ইয়ের টেক), থানা-পূবাইল, গাজীপুর মহানগর, এর সহিত কেয়া আক্তারের (১৫) পরিচয় হয়. উক্ত পরিচয়ের সুবাদে আসামী রাব্বির সহিত প্রেমের সর্ম্পক তৈরী হয় প্রেমের সর্ম্পক হওয়ার পর আসামী রাব্বি কেয়া আক্তার কে বিভিন্ন প্রলোভন দেখাইয়া কৌশলে পূবাইল থানাধীন করমতলা সাকিনস্থ মিজি এক্সসরিজ ফ্যাক্টরীর ভিতর মেঝেতে গত ২৫ নভেম্বর ২০২৪ আনুমানিক দুপুর ০২.৩০ ঘটিকা হইতে ২৭ নভেম্বর ২০২৪ আনুমানিক দুপুর ০২.০০ ঘটিকার মধ্যে একাধিকবার কেয়া আক্তারকে ধর্ষণ করে। লোকলজ্বায় প্রথমত বিষয়টি গোপন রাখে কেয়া। পরবর্তীতে তার শারীরিক অবস্থার পরিবর্তন হলে তাকে জিজ্ঞাসাবাদ করিলে সে জানায় যে, রাব্বি তাকে বিভিন্ন প্রলোভন দেখাইয়া কৌশলে তার সহিত শারীরিক সর্ম্পক করিয়াছে।মামলার বাদীর দেওয়া তথ্য আমলে নিয়ে জিএমপির পূবাইল থানার ধর্ষণ মামলা নং-০৩(০৭)২৫ ধারা-নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর ৯(১) রুজু হয়। উক্ত মামলা রুজুর পর তদন্তকারী অফিসার এসআই(নিঃ) নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামী মোঃ রাব্বি (২২)কে পূবাইল থানাধীন কুদাব এলাকা হইতে গ্রেফতার করে।পরে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।