1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

রায়পুর নতুন বাজারে জনদুর্ভোগ চরমে: ঝুঁকিপূর্ণ স্থাপনায় বড় দুর্ঘটনার আশঙ্কা

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

জাকির হোসেন দিদার (রায়পুর) উপজেলা প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর নতুন বাজারে সাধারণ জনগণের দুর্ভোগ দিনদিন বেড়েই চলেছে। ঝুঁকিপূর্ণভাবে চলা নির্মাণকাজ, অপ্রশস্ত রাস্তা ও আশপাশের কারখানার ভাইব্রেশনে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠছে।

নতুন বাজার সংলগ্ন একটি পিলার কারখানার অতিরিক্ত কম্পনের কারণে নড়বড়ে অবকাঠামোগুলো যেকোনো সময় ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। সাধারণ মানুষের অভিযোগ, এসব বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

স্থানীয় এক বাসিন্দা জানান,
“আমরা প্রতিদিন আতঙ্কের মধ্যে চলাফেরা করি। বাচ্চা-কাচ্চা নিয়ে বের হওয়া দায় হয়ে গেছে। ভাইব্রেশনের কারণে আশপাশের বিল্ডিং কাঁপে। দুর্ঘটনা ঘটলে দায় কে নেবে?”

অন্য একজন বলেন,
“কাজের গতি খুব ধীর, আর যেটুকু হচ্ছে তাও ঝুঁকিপূর্ণভাবে। বাজারে প্রতিদিন হাজারো মানুষ আসে, অথচ এই অবস্থা দেখার কেউ নেই।”

স্থানীয়রা দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলেন, যথাযথ কর্তৃপক্ষ যেন অবিলম্বে বিষয়টি আমলে নেন এবং নিরাপত্তা নিশ্চিত করে কাজগুলো সুচারুরূপে সম্পন্ন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট