1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

মুরাদনগরে লাইসেন্সবিহীন ডিস, ড্রেজিং ও ট্রাফিক আইনে জরিমানা।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

 

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার টনকী ইউনিয়নে রবিবার (০৬ জুলাই ২০২৫) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার আবদুর রহমান এর নেতৃত্বে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে আরোপ করা হয় অর্থদণ্ড, আটক করা হয় শ্রমিক, এবং জব্দ করা হয় ড্রেজিং মেশিন। অভিযানে টনকী বাজারে একটি লাইসেন্সবিহীন কেবল টেলিভিশন সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে “কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬” অনুসারে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, কৃষিজমি থেকে ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দুইজন শ্রমিককে আটক করা হয় এবং ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া দুইটি স্থানে অভিযান চালিয়ে চারটি ড্রেজিং মেশিন ও প্রায় দুই হাজার ফুট পাইপ অপসারণ করা হয়।

এছাড়া, “সড়ক পরিবহন আইন, ২০১৮” অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোর অভিযোগে এক চালককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযান চলাকালে বাঙ্গরা বাজার থানার পুলিশ বাহিনী সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট