শুভসাহা,বিশেষপ্রতিনিধি:
টাঙ্গাইলে ধর্মীয় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি তথা শুভ জন্মাষ্টমী।
৬ সেপ্টেম্বর, বুধবার বেলা ১১ টায় পৌর শহরের বড় কালিবাড়ী প্রঙ্গণ হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি শহরেরর বিভিন্ন উল্লেখযোগ্য সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বড় কালিবাড়ী গিয়ে শেষ হয়।
এ মহানুষ্ঠানে বর্নাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন এমপি,বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন,স্থানীয় কাউন্সিলর কামরুল হাসান মামুন, সংরক্ষিত নারী কাউন্সিলর উল্কা বেগম,বড় কালিবাড়ী মন্দির কমিটির সভাপতি সুভাষ চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ চৌধুরীসহ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ শোভাযাত্রায় সনাতন ধর্মালম্বীদের বহু নারী-পুরুষ অংশ নেয় বলে তথ্য সুনিশ্চিত করা হয়েছে।