তানোর থেকে: জাকির হোসেন-টুটুল।
আজ ১৩- সেপ্টেম্বর, বিকাল ৫-০০ মিনিটে তানোর, তালন্দ ইউনিয়ন পরিষদ চত্তরে (কৃষিতে সিনজেনটা ও কীটনাশক) এর ব্যবহার শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
চলতি আমন মৌসুমে ধানের সর্বনাশা বাদামী গাছ ফড়িং সহ ধান গাছের পচন রোধে করনিয় দিক নির্দেশনা প্রদান করা হয়।
আলোচনা করেন: রেজাউল করিম (এমডিএস) ও রবিউল ডিলার।।
এসময় স্থানীয় কৃষকসহ শুশিল সমাজের শুধিজন, শিক্ষক ও ব্যবসায়িগণ উপস্থিত ছিলেন।