রেজুয়ান খান রিকন, গোবিন্দগঞ্জ প্রতিনিধি: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সমসাময়িক বিষয় নিয়ে স্যাটেলাইট চ্যানেল একাত্তর টিভিতে সাক্ষাৎকার নেয়া হয়েছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে নির্বাচনের সমসাময়িক বিষয় নিয়ে একাত্তর টিভিতে সাক্ষাৎকার দেন, গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক অধ্যক্ষ কাজী মশিউর রহমান।
এসময় কাজী মশিউর রহমান বলেন, গোবিন্দগঞ্জে জাতীয় পার্টি উজ্জীবিত আছে এবং এই উত্তরবঙ্গে গোবিন্দগঞ্জই একমাত্র জাতীয় পার্টির প্রবেশদ্বার। এখান থেকেই শুরু হয়েছে উত্তরবঙ্গের জাতীয় পার্টি। কাজেই পূর্বেও ছিল এখনো আছে জাতীয় পার্টি, এবং আমরা এখন আশাবাদী এখন যে বর্তমানে গোবিন্দগঞ্জে জাতীয় পার্টির যে অবস্থান যে পেক্ষাপট তাতে আমি মনে করি উত্তরবঙ্গের ভিতরে রংপুর বিভাগে ভিতরে গোবিন্দগঞ্জ জাতীয় পার্টি ঐক্যবদ্ধ তাদের ঐক্যবদ্ধ কোন ভেদাভেদ নাই। জাতীয় পার্টি জোট মহাজোট যেভাবেই হোক তারা এবার জাতীয় পার্টির সিট উদ্ধার করবেই ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এজন্যই আমি গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় পার্টি কে যেভাবে আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিরা বা প্রবীণ নেতারা আমার সঙ্গে আছেন তারা এখন সবাই ঐক্যবদ্ধ এবং একটাই ঐক্যবদ্ধ আমাদের জাতীয় পার্টি চেয়ারম্যান এবং জাতীয় পার্টি যদি আমাকে এই আসন দেয়, আল্লাহ তাআলা যদি লিখে রাখে কপালে তাহলে এ আসনটি জাতীয় পার্টিকে উপহার হিসেবে দিতে পারব।
এসময় গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা, উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক মোঃ আব্দুল গণি সরকার, গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক ও পৌর জাতীয় পার্টির সভাপতি আবুল কালাম আজাদসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।