বুলবুল হাসান, পাবনা জেলা প্রতিনিধি :
বাংলাদেশ প্রেস ক্লাব পাবনা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পাবনা জেলা পরিষদের আব্দুর রশিদ মিলনায়তনে জাকজমকপূর্ণ ভাবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রেস ক্লাব পাবনা জেলা শাখার আহবায়ক হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে ও সদস্য সচিব মনিরুজ্জামান মুন্নার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব সোহেল রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হালিম মন্ডল, রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হাসান ইমাম তালুকদার, রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক এনামুল হল স্বাধীন।
সম্মেলনে বক্তারা, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। একইসাথে মফস্বলে কর্মরত গণমাধ্যম কর্মীদের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ প্রেসক্লাব অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।