স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় পুলিশের একটি অভিজানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাতভর অভিযান চালায়।অভিযান চলাকালে বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় মোঃ রুবেল বিশ্বাস (২৮) ও মোঃ নাজমুল ওরফে সুজন (১৯) নামে ২ মাদকের কারবারিকে গ্রেফতার করা হয়।
সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম সুমন জানান, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার দক্ষিণপাড়া গ্রামের এনায়েত বিশ্বাসের ছেলে রুবেল বিশ্বাস ও সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বকুলিয়া গ্রামের মোঃ লতিফের ছেলে মোঃ নাজমুল ওরফে সুজন কক্সবাজার থেকে ১০ হাজার পিস ইয়াবা বহন করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। আমি গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলার পুলিশ সুপার (খ সার্কেল ) বিল্লাল হোসেন স্যারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজ এলাকার নিউ টাউন শপিং কমপ্লেক্সের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করি। গতকাল বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করে তাদের গ্রেফতার করি। মাদক ব্যবসায় জড়িতদের গ্রেফতারের অভিযান অব্যাহতি রয়েছে।