সাফিউল ইসলাম রকি
( নওগাঁ মান্দা প্রতিনিধি )
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের চক কুসুম্বা (পূর্বপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। মৃত খোকন আলী একই গ্রামের শাহাবুদ্দিনের ছেলে।
জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে টিউবওয়েল মেরামত করতে যান খোকন আলী। এ সময় টিনের ছাউনি ছিদ্র করে টিউবওয়েলের লোহার পাইপ উপরে তুলতে যান। এতে বিদ্যুতের মেইন লাইনের তারের সঙ্গে আটকে যায় পাইপ। ফলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরিবারের সদস্যরা খোকনকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।