1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

পঞ্চগড়ে ১৪ দিনব্যাপি বৃক্ষমেলা উদ্বোধন

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮০ বার পড়া হয়েছে

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

 

 

”গাছ লাগিয়ে যত্ন করি সুস্থ্য প্রজন্মের দেশ গড়ি” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে পঞ্চগড়ে ১৪ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।

 

 

৩ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে সরকারী অডিটরিয়াম চত্ত্বরে পঞ্চগড় জেলা প্রশাসন ও জেলা বন বিভাগের যৌথ আয়োজনে বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দিন।

 

 

পরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল আল মামুন, বিভাগীয় সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার, পঞ্চগড় বন বিভাগের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মধূসদন বর্মন প্রমুখ।

 

 

আলোচনা সভা শেষে মাধ্যমিক পর্যায়ের দুই শতাধিক শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা তুলে দেওয়া হয়।

 

 

এর আগে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উপলক্ষে জেলা প্রশাসকের কার্য্যালয় হতে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারী অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

 

 

মেলায় জেলার বিভিন্ন নার্সারির ৩০টি স্টল অংশ নেয়। অতিথিবৃন্দ মেলার স্টলগুলো পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট