1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

লোহাগড়ায় ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের পরিবেশবান্ধব উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষরোপণ কর্মসূচি

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ও হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, লোহাগড়া শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১০টায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি পরিবেশবান্ধব ও সৌন্দর্যবর্ধনমূলক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবুল হাসান পিন্টুর তত্ত্বাবধানে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ রাজু আহমেদ বাপ্পির নেতৃত্বে এই আয়োজনটি বাস্তবায়িত হয়। এতে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মুরাদ কাজী।

কর্মসূচিতে প্রচার সম্পাদক রুবেল হোসেনসহ অ্যাসোসিয়েশনের অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্য যেমন ওবায়দুর রহমান,গোলাম কিবরিয়া,
মিজানুর রহমান,মুরাদ হোসেন ও লোহাগড়ার সকল প্রাইভেট ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা উপস্থিত ছিলেন।

উদ্যোগে বিভিন্ন প্রজাতির ফুল ও ফলজ গাছ রোপণ করা হয়। উদ্দেশ্য ছিল হাসপাতাল চত্বরে সবুজ পরিবেশ সৃষ্টি করা, রোগীদের জন্য প্রশান্তিময় ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা।

বক্তারা বলেন, শুধু চিকিৎসা নয়—একটি স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশ গড়ে তোলা চিকিৎসা সেবার অংশ। এই ধরণের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

এই মহতী উদ্যোগে অংশ নেওয়া সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ রাজু আহমেদ বাপ্পি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট