1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০১:০৬ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

মুরাদনগরে গণপিটুনিতে একই পরিবারের তিনজন নিহত, আহত ১

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

 

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের কড়ইবাড়ি গ্রামে এলাকাবাসীর গণপিটুনিতে একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বাঙ্গরা থানাধীন ওই গ্রামে মর্মান্তিক এই ঘটনা ঘটে।নিহতরা হলেন—রোকসানা আক্তার রুবি (৫৫), তার মেয়ে জোনাকী (৩২) ও ছেলে রাসেল (৩৮)। নিহতরা একই পরিবারের সদস্য। আহত অপরজন একই পরিবারের বলে জানা গেছে, তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান। তিনি বলেন, “খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।” তিনি আরও বলেন, “কেউ অপরাধ করলে তাকে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া উচিত। আইন নিজের হাতে তুলে নেওয়া কখনোই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা জানান, নিহত রোকসানা আক্তার রুবি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে ৮২টি মামলা রয়েছে বলেও দাবি করেন তারা। এছাড়া মঙ্গলবার (১ জুলাই) একটি মোবাইল চুরিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। সেই ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে এলাকাবাসী উত্তেজিত হয়ে রুবির পরিবারের চার সদস্যকে গণপিটুনি দেয়। ঘটনাস্থলেই রুবি, তার মেয়ে ও ছেলে মারা যান।

আইনের দৃষ্টিতে ঘটনাটি খুন, এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দায়িত্বশীল সূত্র জানায়, “মাদকের অভিযোগ বা চুরির ঘটনাই হোক না কেন, কাউকে গণপিটুনিতে হত্যা করা আইনগতভাবে খুনের শামিল। যারা এতে অংশ নিয়েছেন, তাদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।” উল্লেখ্য, এ ধরনের গণপিটুনির ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে বলে সচেতনমহলের মন্তব্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট