আঃ মান্নান (রূপসা প্রতিনিধি) :
রূপসা উপজেলার কর্ণপুর মোড় অর্থাৎ রুপসা প্রেসক্লাব হতে ইলাইপুর মোড় পর্যন্ত ১২০০ মিটারের সড়কটি দীর্ঘদিন যাবত চরম বেহাল দশায় চলাচল অনুপযোগী হয়ে পড়ে। এই রাস্তাটি খুলনা শহর/বাগেরহাট/ মংলা বন্দর থেকে রুপসা উপজেলা পরিষদে যাতায়াতের অন্যতম সংযোগ সড়ক। কিন্তু পরিতাপের বিষয় গত কয়েক বছর যাবত রাস্তাটি মেরামতের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়লেও উপজেলা প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। কিন্তু হাল ছাড়েননি সাংবাদিক শাহরিয়ার হোসেন মানিক তিনি অনেক বার ফেসবুক লাইভ এবং প্রসাশনের দুয়ারে কড়া নাড়তে থাকেন। অবশেষে তার ঐকান্তিক প্রচেষ্টায় প্রাথমিক সংস্কারের কাজ শুরু হয়েছে। সাংবাদিক মানিক উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী এলজিআরডি শোভন সরকার এবং জেলা প্রকৌশলী কামরুল ইসলাম সরদারের একাধিক বার সাথে কথা বলেন। রাস্তা সংস্কারের বিষয় যথাযথ গুরুত্ব দিয়ে সাংবাদিকের মানিক জেলা প্রকৌশলী এলজিআরডি কামরুল ইসলাম সরদারের সাথে একাধিক বার কথা বলেন।অবশেষে জেলা প্রকৌশলী জুলাই মাসের ১০ তারিখের মধ্যে মোবাইল মেনটেনেন্সের জন্য রাস্তাটি জরুরী মেরামত করা হবে বলে আশ্বাস প্রদান করেন।সাংবাদিক মানিক জানান এ বিষয়ে বিগতদিনে একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আনলেও তিনি খুব একটা গুরুত্বের সাথে বিষয়টি বিবেচনায় নেননি। এ নিয়ে এলাকাবাসী চরম হতাশা প্রকাশ করেন কারণ এই রাস্তায় প্রতিনিয়ত ছোট বড় দূর্ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে । অবশেষে জেলা প্রকৌশলী তার প্রতিশ্রুতি রেখেছেন আজ ৩রা জুলাই রাস্তাটিতে সংস্কারের কাজ শুরু হয়েছে। রাস্তাটি যাতে যথাযথভাবে সংস্কারের কাজ হয় এ বিষয়ে সার্বিক সহযোগিতা ও নজরদারি করছেন সাংবাদিক মানিক।
রূপসা প্রেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম ডালিম ও সাংবাদিক আঃ কাইয়ূম খানও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলায় এবং আরও দু/একজন সাংবাদিক যারা এ বিষয়ে লাইভ ও নিউজ করেছিলেন তাদেরও ধন্যবাদ জানান সাংবাদিক মানিক।